JonopriyoblogPostAd

মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম - মাথা ব্যথা কমানোর উপায়

যাদের প্রতিনিয়ত মাথা ব্যথার সমস্যা রয়েছে তাদের জন্য আজকের আর্টিকেলে জানাবো মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম এবং মাথা ব্যথা কমানোর উপায়। তাই আপনার যদি মাথা ব্যথার সমস্যা থাকে তাহলে আজকের এই পোষ্টের মাধ্যমে জেনে নিন মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম।
মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম

মাথা ব্যথা কেন হয় মাথা ব্যাথা কোন রোগের লক্ষণ এবং মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম ও মাথা ব্যথা কমানোর উপায় জানতে নিচের অংশগুলো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ে ফেলুন।

সূচিপত্রঃ মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম - মাথা ব্যথা কমানোর উপায় 

মাথা ব্যথা কেন হয়

মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে যেমন অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে মাথাব্যথা হতে পারে আবার ঘুম কম হওয়ার কারণে মাথাব্যথা হতে পারে। এছাড়াও যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের প্রতিনিয়ত মাথা ব্যথা হয়ে থাকে। 

আরো পড়ুন: কি খেলে মাথা ঘোরা কমবে - মাথা ঘোরার ওষুধের নাম

এছাড়াও মাথা ব্যথা হওয়ার আরেকটি কারণ হলো আপনি যদি অনেক সময় না খেয়ে থাকেন তাহলে সেই কারণে আপনার মাথা ব্যাথা করে থাকে। এছাড়াও হঠাৎ করে মানসিকভাবে আঘাত পাওয়ার কারণে মাথা ব্যথা হয়ে থাকে। আবার কোন কিছু নিয়ে ভয় পাওয়ার কারণে মাথাব্যথা বলে থাকে। এই কয়েকটি কারণে মূলত মাথা ব্যথা হয়ে থাকে।  

মাথা ব্যথা কোন রোগের লক্ষণ

অনেকে মাথা ব্যথা হলে অতিরিক্ত দুশ্চিন্তায় পড়ে যায় তবে অতিরিক্ত দুশ্চিন্তা করার কোন কারণ নেই আপনার যদি অনেকদিন পর মাঝে মাঝে মাথা ব্যাথা করে থাকে তাহলে চিন্তা আর তেমন কোন কারণ নেই। কিন্তু আপনার যদি প্রতিনিয়ত মাথা ব্যথা করে থাকে তাহলে এগুলো বেশ কিছু রোগের লক্ষণ হতে পারে যেমন 

  • মাইগ্রেনের মাথাব্যথা
  • ব্রেন টিউমার
  • সাইনাসের মাথাব্যথা

আপনার যদি প্রতিনিয়ত অতিরিক্ত মাথাব্যথা করতে থাকে তাহলে এগুলো রোগ হওয়ার লক্ষণ রয়েছে। তাই যদি দেখেন প্রতিনিয়ত মাথা ব্যথা করছে তাহলে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করে দেখতে হবে আপনার এগুলো রোগের মধ্যে কোনটা হয়েছে কিনা। 

মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম

যাদের মাথা ব্যথার সমস্যা রয়েছে তারা মাথা ব্যথা কমানোর ঔষধের নাম জানতে চাই কিন্তু কোন ঔষধ ভালো হবে তা হয়তো আপনাদের জানা নাই এবং মাথা ব্যথার অনেক ওষুধ রয়েছে তার মধ্যে সেরা মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম গুলো হলোঃ 

  1. Namitol (200 mg Tablet)
  2. Tolfi (200 mg Tablet) 
  3. Mygan (200 mg Tablet) 
  4. Namitol (200 mg Tablet)
  5. Rizatriptan
  6. Paracetamol 
  7. Lograin (200 mg Tablet) 
  8. Migratol (200 mg Tablet)
  9. Tufnil (200 mg Tablet)
  10. Fevanol Plus

আরো পড়ুন: দাঁতের মাড়িতে ব্যথা হলে করণীয় - দাঁতের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

এগুলো মূলত মাথা ব্যথা কমানোর ভালো ঔষধ। তবে যে কোন ঔষধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। ইন্টারনেটে যে কোন ঔষধের নাম দেখে তা নিজ থেকে কিনে খাওয়ার চেষ্টা করবেন না। 

মাথা ব্যথা কমানোর উপায়

আমরা যদি মাথা ব্যথা হয়ে থাকে তাহলে মাথা ব্যথা কমানোর উপায় রয়েছে সেগুলো উপায় অবলম্বন করে দেখতে পারেন। আর এগুলো আপনি ঘরে বসেই করতে পারবেন মাথা ব্যথার কিছু ঘরোয়া উপায় জেনে রাখুন আশা করছি এগুলো উপায়ে মাথাব্যথা কমাতে পারবেন। 

মাথা ব্যথা কমানোর উপায়

  • আদা চা তৈরি করে খেতে পারেন এটা মাথাব্যথা কমানোর জন্য ভালো কাজ করে
  • গরমের সময় হলে একটি কাপড়ের মধ্যে কয়েক টুকরা বরফ নিন এবং সেগুলো মাথায় লাগিয়ে রাখুন অনেকটা আরাম পাবেন।
  • কোন কিছু নিয়ে অতিরিক্ত টেনশনে থাকলে সেটা থেকে মুক্ত থাকার চেষ্টা করুন।
  • বেশি বেশি ঠান্ডা পানি পান করুন
  • নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ঘুমান তাহলে মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ
  • অন্য কারো থেকে আস্তে আস্তে করে মাথা মাসাজ করে নিন এবং আস্তে আস্তে চুল গুলো টেনে নিন।
  • অতিরিক্ত পরিশ্রম এর কাজ করলে কিছুদিন সেটা থেকে বিরত থাকুন এবং বিশ্রাম নিন।
  • অতিরিক্ত রোধের তাপে বা আলোতে থাকবে না
  • অতিরিক্ত নেশা জাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।
  • যদি মাথা ব্যথা করে তাহলে গোসল করতে পারবেন তবে শরীরে যদি জ্বর থাকে তাহলে ঠান্ডা পানিতে গোসল করবেন না।
  • কয়েকটি লবঙ্গ নিয়ে ভেজে নিন এবং একটি পাতলা কাপড়ের মধ্যে নিয়ে সেগুলো নাকে ধরে নিঃশ্বাস নিন দেখবেন মাথা ব্যথা কমে গেছে। 
আপনার যদি মাথা ব্যথা হয় তাহলে এগুলো উপায় মেনে চলুন তাহলে দেখবেন ইনশাআল্লাহ মাথাব্যথা দূর হয়ে গেছে। এগুলো করার পরেও যদি মাথা ব্যথা না কমে তাহলে উপরের অংশে বলা ঔষধ গুলো  খেতে পারেন। 

জ্বর মাথা ব্যাথার ঔষধের নাম 

যদি জ্বরের সাথে সাথে মাথা ব্যথা হয় তাহলে জ্বর মাথা ব্যাথার ঔষধের নাম গুলো জেনে নিন। এগুলো ঔষধ সেবন করলে জ্বর এবং মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। জ্বর মাথা ব্যাথার ঔষধের নাম গুলো হলোঃ 

  • Ace Plus
  • Napa Extra 
  • Clofamol Extra
  • Cafedon
  • Arain
  • Reset Plus
  • Anilic
  • S Feverex
  • Naproxen
  • Naspro

আরো পড়ুন: কোমর ব্যাথা সারানোর সহজ উপায় - কোমরের ব্যথা কমানোর ট্যাবলেট

জ্বর এবং মাথাব্যথা থাকলে এই ঔষধ গুলো সেবন করতে পারবেন তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ সেবন করা যাবে না। তাই যে কোন ঔষধ সেবন করতে চাইলে অবশ্যই আগে চিকিৎসকের কাছে গিয়ে সেই ঔষধ সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। তারপরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। 

তীব্র মাথা ব্যাথার ঔষধ - মাথা ব্যথার ওষুধ

যখন তীব্র মাথা ব্যাথা করে তখন স্থির থাকতে অনেক কষ্ট হয়। তাই আপনার যদি তীব্র মাথা ব্যাথা হয়ে থাকে তাহলে বেশ কিছু ঔষধ রয়েছে সেগুলো সেবন করতে পারেন। তীব্র মাথা ব্যাথার ঔষধ গুলোর নাম হলো: 

  • Tufnil 200 mg Tablet
  • Elipran 20 mg Tablet
  • Mygan 200 mg Tablet
  • Migrex
তীব্র মাথা ব্যাথার দ্রুত ভালো করার জন্য এই ঔষধ গুলো বেশ কার্যকরী। তবে এগুলো ঔষধ খাওয়ার আগে অবশ্যই আপনাকে এই ঔষধ গুলো সম্পর্কে চিকিৎসকের থেকে বিস্তারিত জেনে নিতে হবে।তারপরে সেবন করতে পারবেন। 

মাথা ব্যাথা কমানোর দোয়া

কম বেশি সবারই মাথা ব্যাথা হয়ে থাকে। অনেকের অতিরিক্ত পরিশ্রম করার ফলে মাথা ব্যথা করে আবার অনেকের অতিরিক্ত দুশ্চিন্তা করার ফলে মাথা ব্যথা করে এছাড়াও আরো অনেক কারণে মাথাব্যথা করে কিন্তু এই মাথাব্যথা কমানোর জন্য আমাদের পবিত্র কোরআনে বেশ কিছু দোয়া বা আমল রয়েছে সেগুলো যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ মাথা ব্যাথা দূর হয়ে যাবে। মাথা ব্যথা কমানোর জন্য যে দোয়াটি পাঠ করবেন।

আরবি: لا يوسادونا أنها وا لا يونزيفون

বাংলা উচ্চারণ: লা ইয়ুসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুনযিফূন। 

বাংলা অর্থ: যা পান করার ফলে তাদের পীড়া হবেনা।বিকারগস্ত হবেনা ও জ্ঞান হারাবেনা। (সূরা ওয়াকিয়াহ, আয়াত নং ১৯)

মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম - মাথা ব্যথা কমানোর উপায়: শেষ কথা

প্রিয় বন্ধুরা আশা করছি আজকের আর্টিকেলটি পড়ে আপনারা মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম এবং মাথা ব্যথা কমানোর উপায় সহ আরো বেশ কিছু বিষয় ভালোভাবে জানতে পেরেছেন। 

তারপরও যদি এ বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন