হামদর্দ এর ঔষধ তালিকা - হামদর্দ এর ঔষধ জিনসেং
নিচের অংশ গুলো থেকে জেনে নিন হামদর্দ এর ঔষধ তালিকা নাম ও হামদর্দ এর ঔষধ জিনসেং কোন কোন রোগ নিরাময়ে কাজ করে থাকে।
পোস্ট সূচিপত্রঃ হামদর্দ এর ঔষধ তালিকা - হামদর্দ এর ঔষধ জিনসেং
- হামদর্দ এর ঔষধ তালিকা
- হামদর্দ এর ঔষধ জিনসেং
- হামদর্দ এর ঔষধ তালিকা বই - হামদর্দ এর ঔষধ তালিকা pdf
- হামদর্দ ঔষধের মূল্য তালিকা
- হামদর্দ এর ঔষধ তালিকা সিরাপ
- হামদর্দ এর ঔষধ তালিকা - হামদর্দ এর ঔষধ জিনসেংঃ শেষ কথা
হামদর্দ এর ঔষধ তালিকা
হামদর্দ এর তিনটি ডিভিশনের ঔষধ রয়েছে হারবাল,ইউনানি ও ফুড এবং এগুলো ঔষধ এর ভিন্ন ভিন্ন কাজ। বিভিন্ন রকম রোগ নিরাময়ের জন্য হামদর্দের এই সকল ঔষধ সেবন করা হয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক হামদর্দ এর ঔষধ তালিকা নাম ও কোন ঔষধের কি কাজ।
১। আরাক বাদিয়ান
এই ঔষধ টি ক্ষুধা বর্ধক ও বায়ু নাশক। যাদের খাবার খাওয়ার কোনো রুচি নাই তারা এই ঔষধটি সেবন করতে পারেন।
২। ক্যাপসুল এজারড
পেটে ফাঁপা সমস্যা এবং ওজনের কেনো সমস্যা থাকে তাহলে এই ঔষধ এই সকল সমস্যা নিরাময় করে। সেজন্য এই ঔষধ সেবন করতে পারেন।
৩। সফূফ সুপারিপাক
সফূফ সুপারিপাক সন্তান জন্মদানের অক্ষমতা,দ্রুত বীর্যপাত, জরায়ুর সমস্যা এবং গর্ভপাত প্রতিরোধে কাজ করে তাই এই রকম সমস্যা থাকলে সেবন করতে পারেন।
৪। হারমিন
জরায়ু দুর্বলতা, শ্বেতপ্রদর, জরায়ুর প্রদাহ জনিত সমস্যা, এবং অতিরিক্ত রক্তক্ষরণ যেমন রক্তস্রাব রক্ত আমাশয় সহ এই রকম আরো রোগ নিরাময়ে সেবন করতে পারেন।
৫। সিরাপ এ্যালভাসিন
অনেকে শুকনো কাশির সমস্যায় ভুগে থাকেন তাদের এই শুকনো কাশির সমস্যা নিরাময়ে এই সিরাপ এ্যালভাসিন সেবন করতে পারেন।
৬। সিরাপ আপোলিন
যাদের হজমের সমস্যা রয়েছে এবং হৃদপিন্ডের শক্তি ও লিভারের শক্তি বৃদ্ধি করে। সেজন্য এই সকল উপকারিতা পেতে সিরাপ আপোলিন খেতে পারেন।
৭। ক্যাপসুল লিনা
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, অপুষ্টি এর অভাব পূরণ করে, এবং এন্টিবায়োটিক হিসেবে এই ঔষধ কাজ করে থাকে সেজন্য এই সকল সমস্যা নিরাময়ে ক্যাপসুল লিনা সেবণ করতে পারেন।
৮। ক্যাপসুল ডায়াবিট
যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এই ঔষধ অনেক কার্যকরী তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই ঔষধ টি সেবন করতে পারেন।
৯। ক্যাপসুল এন্টিলিগো
শ্বেতী রোগ নিরাময়ে ক্যাপসুল এন্টিলিগো ভালো কাজ করে থাকে। তাই যারা এই রোগে আক্রান্ত তারা চিকিৎসক এর নিয়ম অনুযায়ী এই ঔষধটি সেবন করত পারেন।
১০। ক্যাপসুল পামেট
প্রস্টেট গ্রন্থির অতিরিক্ত বৃদ্ধির সমস্যা নিরাময় করত ক্যাপসুল পামেট ভালো কার্যকরি তাই কারো এই সমস্যা থাকলে এই ঔষধ সেবন করতে পারেন।
আরো পড়ুন: এলার্জির ঔষধ এর নাম - এলার্জি ঔষধ এর নাম বাংলাদেশ ২০২৪
এই সকল ঔষধ হামদর্দ ল্যাবরেটরীর এছাড়াও হামদর্দ এর আরো অনেক ঔষধ রয়েছে সেগুলো বিভিন্ন রোগ নিরাময়ে কাজ করে থাকে। হামদর্দ এর আরো কিছু ঔষধের নাম গুলো হলোঃ
- সিরাপ অরেঞ্জিন
- হামদর্দ ও আর এস স্যালাইন
- ক্যাপসুল জওয়ারিশ আমলা
- ক্যাপসুল জওয়ারিশ তমর হিন্দী
- জওয়ারিশ বিসবাসা
- জওয়ারিস জালীনূস
- হান্টার
- ডিসনি
- জওয়ারিস কমূনী
- সেনচুরিন
- জওয়ারিস শাহী
- জওয়ারিস মুছতগী
- সিরাপ মারবেলাস
- সিরাপ আরক পুদিনা
- সিরাপ হলার্যান্ট
- ইসপগুল
- সিরাপ ছাফী
- ক্যাপসুল মাজুন ওশবা
- ক্যাপসুল এত্রিফল কাশনীযী
- হ্যানরয়েড বি
- জনর্ট
- কোবি
- জিগারীন
- হ্যানপি
- আরক মাকো
- সিরাপ আরক গাওজবান
- ক্যাপসুল খামীরা গাওজবান
- এনডিউরেক্স
- ট্যাবলেট নিশাত
- সিরাপ নীলূফর
- সিরাপ আরক মাউল লাহম
- সিনকারা
- ভাইটোরিষ্ট
- সিরাপ সুডিস
- সিরাপ আরক
এই সকল ঔষধ হামদর্দ ল্যাবরেটরীজ এর এগুলো ঔষধ বিভিন্ন রোগের জন্য সেবন করা হয়ে থাকে। তাহলে আশা করছি হামদর্দ এর ঔষধ তালিকা নামগুলো জানতে পারলেন।
হামদর্দ এর ঔষধ জিনসেং
হামদর্দ এর একটি ঔষধ জিনসেং এই জিনসেং ঔষধ বিভিন্ন রোগ নিরাময়ে অনেক কার্যকরি। জিনসেং ঔষধ এর অনেক উপকারিতা রয়েছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মস্তিষ্কে রক্ত প্রবাহ ঠিক রাখে, মনোযোগ বৃদ্ধি করে, স্মৃতি শক্তি বৃদ্ধি করে, স্ট্রেস কমায়, মাসিকের সমস্যা নিরাময় করে, ক্যান্সার প্রতিরোধ করে, মানসিক অবসাদ দূর করে, ওজন ঠিক রাখে বা কমায়, যৌন শক্তি বৃদ্ধি করে, যৌন সমস্যা নিরাময় করে, চুলের জন্য উপকারী, ত্বক এর জন্য উপকারী এছাড়াও ছেলে মেয়েদের আরো অনেক সমস্যা নিরাময়ে এই জিনসেং ঔষধ কাজ করে থাকে। তবে আপনি যদি জিনসেং ঔষধ সেবন করতে চান তাহলে আপনার সমস্যা অনুযায়ী চিকিৎসক এর পরামর্শ মতো সেবন করবেন।
আরো পড়ুন: ঘুমের ঔষধের নাম ও দাম - ঘুমের ঔষধের নাম ছবি
যদি চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী সেবন না করেন তাহলে এটা আপনার জন্য অপকারী হতে পারে। জিনসেং এর কিছু অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো হলোঃ অতিরিক্ত সেবন পেটের সমস্যা হতে পারে, মাথা ব্যথা হতে পারে এবং অনিদ্রার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই নিয়ম মেনে সেবন করবেন।
হামদর্দ এর ঔষধ তালিকা বই - হামদর্দ এর ঔষধ তালিকা pdf
যারা হামদর্দ এর ঔষধ তালিকা বই বা হামদর্দ এর ঔষধ তালিকা pdf আকারে দেখতে চেয়ে থাকেন তাদের জন্য এই অংশে হামদর্দ এর ঔষধ তালিকা pdf ফাইলের লিংক দেওয়া হবে সেই লিংকে ক্লিক করে দেখে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন হামদর্দ ঔষধ এর সংক্ষিপ্ত পরিচয় এবং ঔষধের তালিকা গুলো। হামদর্দ এর অনেক ঔষধ রয়েছে সেগুলোর তালিকা এবং সংক্ষিপ্ত পরিচয় জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন এবং দেখে নিন হামদর্দ এর ঔষধ তালিকা pdf ফাইলগুলো।
হামদর্দ ঔষধের মূল্য তালিকা
হামদর্দ এর অনেক ঔষধ রয়েছে এবং এগুলো বিভিন্ন ঔষধের মূল্য তালিকা বিভিন্ন রকম। হামদর্দ এর ঔষধের দাম ১০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত রয়েছে। তারপরেও কিছু হামদর্দ ঔষধের মূল্য তালিকা দেখে নিন।
- ক্যাপসুল ডায়াবেট - প্রতি বাক্স মূল্য ১৮০ টাকা
- সিনকারা টনিক - ৪৫০ মিলি মূল্য ২৫০ টাকা
- কারমিনা সিরাপ - ৪৫০ মিলি মূল্য ১৬০ টাকা
- নওনেহাল সিরাপ - ১০০ মিলি মূল্য ৮৫ টাকা
- জওয়ারিশ আমলা ক্যাপসুল - ১০০ গ্রাম মূল্য ১৫০ টাকা
- ভাইটোরিষ্ট সিরাপ - ৪৫০ মিলি মূল্য ২২০ টাকা
- খামীরা গাওজবান আম্বরী - ৮০ গ্রাম মূল্য ৮০০ টাকা
- ক্যাপসুল মাজুন লানা - ১০০ গ্রাম মূল্য ১০০০ টাকা
- নিশাত ট্যাবলেট - প্রতি বাক্স ৫০ ট্যাবলেট মূল্য ১২৫০ টাকা
- জিনসেন্ট সিরাপ - ৪৫০ মিলি মূল্য ২৭০ টাকা
আরো পড়ুন: এজিথ্রোমাইসিন কোন রোগের ঔষধ ও এজিথ্রোমাইসিন খাওয়ার নিয়ম
এখানে হামদর্দ এর ১০ টি ঔষধের নাম ও দাম দেওয়া হয়েছে। এছাড়াও হামদর্দ এর আরো অনেক ঔষধ রয়েছে আপনি যদি এখানে দেওয়া ঔষধ বাদে অন্য কোনো ঔষধের দাম জানতে চান তাহলে কমেন্ট বক্সে ঔষধের নাম লিখে কমেন্ট করতে পারেন।
হামদর্দ এর ঔষধ তালিকা সিরাপ
হামদর্দ এর অনেক সিরাপ রয়েছে যেগুলো বিভিন্ন রোগ নিরাময়ে বেশ কার্যকরী। এই অংশ থেকে দেখে নিন হামদর্দ এর সিরাপ ঔষধের তালিকা নামগুলো।
- সিরাপ ও কেয়ার
- সিরাপ এ্যালকুলী
- সিরাপ মাস্তরীন
- সিরাপ ফেভনিল
- সিরাপ এন্টিফেভ
- সিরাপ আরক ফওলিন
- সিরাপ জিনসেন্ট
- সিরাপ আরক মাউল হায়াত
- সিরাপ নারভোনিক
- সিরাপ নীলূফর
- সিরাপ এলভাসিন
- সিরাপ সাদুরী
- সিরাপ জারনাইড
- সিরাপ আরক গাওজবান
- সিরাপ কুলজম
- সিরাপ আরক মাকো
- সিরাপ জাবীন
- সিরাপ লিভারিষ্ট
- সিরাপ ইকটার্ন
- সিরাপ ছাফী
- সিরাপ আরক আজওয়াইন
- সিরাপ হলার্যান্ট
- সিরাপ আরক বাদিয়ান
- সিরাপ মারবেলাস
- সিরাপ আরক মাউল লাহম
- সিরাপ ভাইটোরিষ্ট
- সিরাপ সুডিস
- সিরাপ কারমিনা
- সিরাপ অরেঞ্জিন
- সিরাপ নওনেহাল
- সিরাপ আপোলিন
হামদর্দ এর ঔষধ তালিকা - হামদর্দ এর ঔষধ জিনসেংঃ শেষ কথা
আশা করছি আজকের পোস্টটি পড়ার পরে হামদর্দ এর ঔষধ তালিকা নাম হামদর্দ এর ঔষধ জিনসেং এর কার্যকারিতা গুলো সম্পর্কে জানতে পেরেছেন। এখানে আমরা যেগুলো ঔষধের নাম বলেছি শুধুমাত্র আপনাদের জানানোর উদ্দেশ্যে তাই আপনার যদি এগুলো ঔষধ সেবন করতে চান তাহলে অবশ্যই চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী সেবন করবেন।
আর এই বিষয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। নতুন নতুন আরো তথ্য পেতে আমাদের JONOPRIYO BLOG ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।
source: shop.healthd-sports.com