JonopriyoblogPostAd

এলার্জির ঔষধ এর নাম - এলার্জি ঔষধ এর নাম বাংলাদেশ ২০২৪

প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল এলার্জি। বিভিন্ন কারণে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় এলার্জি দেখা দেয়। তাই এই এলার্জি ভালো করতে হবে আজকে আপনাদের জানাবো এলার্জি ঔষধ এর নাম বা এলার্জি ঔষধ এর নাম বাংলাদেশ ২০২৪ সম্পর্কে। আপনার যদি এলার্জি থাকে তাহলে এলার্জি ঔষধ এর নাম গুলো দেখে নিতে পারেন।
এলার্জি ঔষধ এর নাম - এলার্জি ঔষধ এর নাম বাংলাদেশ ২০২৪

একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রায় ৩০ শতাংশ মানুষ এই এলার্জির সমস্যাই ভুগে থাকেন। যা অনেক অস্বস্তিকর একটা সমস্যা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে নিচের অংশগুলো থেকে এলার্জি ঔষধ এর নাম বা এলার্জি ঔষধ এর নাম বাংলাদেশ ২০২৪ সম্পর্কে জেনে নেওয়া যাক।

সূচিপত্রঃ যে অংশের ঔষধের নাম আগে জানতে চান সেই লেখার উপর ক্লিক করুন

এলার্জি ঔষধ এর নাম

শরীরে এলার্জি বের হলে শরীর অনেক চুলকায় এবং অনেক অস্বস্তিকর লাগে। তাই এই এলার্জি থেকে মুক্তি পেতে বেশ কিছু ঔষধ রয়েছে সেগুলো সেবন করতে পারেন তাহলে এলার্জি থেকে স্বস্তি পাবেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ সেবন করবেন না। এলার্জি ঔষধ এর নাম গুলো জেনে নিন।

  • Fexofenadine
  • Loratadine
  • Rupatadine
  • Chlorpheniramine
  • Diphenhydramine
  • Desloratadine
  • Cetrizine

আরো পড়ুন: ঘুমের ঔষধের নাম ও দাম - ঘুমের ঔষধের নাম ছবি

এলার্জির জন্য এই ঔষধ গুলো বেশ কার্যকর তবে এই ঔষধ খাওয়ার সঠিক নিয়ম মেনে খেতে হবে সেজন্য চিকিৎসক এর বলে দেওয়া নিয়ম অনুযায়ী খাবেন। 

এলার্জি ঔষধ এর নাম বাংলাদেশ

আপনার এলার্জির ধরণ অনুযায়ী এলার্জির ঔষধ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কয়েকটি এলার্জির ঔষধ রয়েছে এগুলো বেশ কার্যকরী। যেমন

  • Alatorl
  • Desloratadine
  • Hydroxyzine
  • Levocetrizine
  • Bilastine
  • Nasivion 120 mg

এলার্জির জন্য এইগুলো ঔষধ বেশ কার্যকরী তবে এর মধ্যে থেকে Desloratadine বেশি কার্যকরী এবং নিরাপদ। তবুও চিকিৎসক এর পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা ঠিক নয়।

এলার্জি মলম এর নাম

আপনার শরীরে যদি এলার্জিজনিত কারণে চুলকানি হয় তাহলে সেটা ভালো করতে কিছু মলম রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের চুলকানি বা এলার্জির জনিত চুলকানি ভালো করতে এই মলম গুলো বেশ কার্যকরী।

  • Pevison
  • Fugin
  • Fuggidal HC
  • Calceria Salt
  • Fugin B
  • Antifungal Cream

স্কিন এলার্জি ক্রিম নাম

যাদের স্কিন এলার্জি রয়েছে তাদের জন্য এই ক্রিম গুলো বেশ কার্যকরী। স্কিন এলার্জি ক্রিম নাম গুলো হলোঃ 

  • Permin Cream
  • Ezex Cream
  • Bet Cl Ointement
  • Tozent Cream
  • Fungidal HC Cream

ত্বকের এলার্জির ঔষধ 

যাদের ত্বকে এলার্জির সমস্যা রয়েছে তাদের জন্য বেশ কিছু ঔষধ রয়েছে সেগুলো ঔষধ ব্যবহার করতে পারেন। ত্বকের এলার্জির ঔষধ এর নাম গুলো হলো: 

  • Carotenoid
  • Antioxidant
  • Fexo 120 Mg
  • Telfast Tablet
  • Alegra Allergy Tablet
  • Rupadin
  • Vitamin A & Zinc
  • Deslor Tablet
  • Fexofenadine Tablet
  • Dilosyn

মুখের এলার্জি ঔষধ এর নাম

মুখের এলার্জি ঔষধ এর নাম অনেকে জানতে চেয়ে থাকেন আসলে আপনার এলার্জির ধরন অনুযায়ী ঔষধ ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে উপরের অংশে যেগুলো ঔষধের নাম বলা হয়েছে সবগুলোই যেকোনো ধরনের এলার্জি ভালো করতে সাহায্য করে। 

আরো পড়ুন: বুক ধরফর করার ৮ টি কারণ ও করণীয় জেনে নিন

তাই আপনার যদি মুখে এলার্জি হয় তাহলে উপরের অংশে বলে দেওয়া ঔষধ গুলো সেবন করলে মুখের এলার্জি ভালো হয়ে যাবে। এছাড়াও আপনার মুখে এলার্জি ভালো করার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং সেই অনুযায়ী নির্দিষ্ট ঔষধ সেবন করতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন। 

রক্তে এলার্জির ঔষধ 

এলার্জি একটি মারাত্মক সমস্যা। একজন মানুষের বিভিন্ন স্থানে এলার্জির সমস্যা দেখা দিতে পারে তেমনই অনেকের রক্তে এলার্জির সমস্যা দেখা দেয়। আপনার রক্তে যদি এলার্জি সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরী। তাছাড়াও  রক্তে এলার্জির জন্য বেশ কিছু ঔষধ রয়েছে সেগুলো সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায়। রক্তে এলার্জির ঔষধ গুলোর নাম হলোঃ 

  • Cetizin Tablet
  • Rizin Tablet
  • Cetmax Tablet
  • Dyzin Tablet
  • Fenadin Tablet
  • Alargol Tablet
  • Atrizin Tablet
  • Nosemin 
  • Citin Tablet
  • Acitrin Tablet
  • Cetmax Tablet
  • Alatrol Tablet

আরো পড়ুন: পাতলা পায়খানা হলে করণীয় কি - পাতলা পায়খানা হলে ঔষধ

এগুলোই হলো রক্তে এলার্জির ঔষধ। এগুলো ঔষধ সেবন করলে তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন কিন্তু মনে রাখবেন যে কোন ঔষধ সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। 

এলার্জি ঔষধ এর নাম স্কয়ার

এলার্জি ঔষধ এর নাম স্কয়ার এটি লিখে অনেকে ইন্টারনেটে সার্চ করে থাকেন। আপনি যদি স্কয়ার এলার্জির ঔষধ খুজে থাকেন তাহলে Fexo 120 Mg ঔষধটি সেবন করতে পারেন। এটি একটি স্কয়ার এলার্জির বা চুলকানির ঔষধ। এই ঔষধ ব্যবহার করলে এলার্জি বা চুলকানি থেকে মুক্তি পাবেন। তবে মনে রাখবেন যে কোন ঔষধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের থেকে সেই ঔষধ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া ভালো। 

চোখের এলার্জি ঔষধ এর নাম

এতক্ষণ আমরা শরীরের বিভিন্ন জায়গায় এলার্জি ঔষধের নাম জানলাম কিন্তু অনেকের আবার চোখে এলার্জি হয়ে থাকে আপনার যদি চোখে এলার্জি হয়ে থাকে তাহলে কিছু ঔষধ এবং ড্রপ রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। চোখের এলার্জি ঔষধ এর নাম এবং কয়েকটি ড্রপের নাম জেনে নিন। প্রথমে চোখের এলার্জির ট্যাবলেট গুলোর নাম জানুন।

  • রুপাডিন
  • এলাট্রল
  • লাইফ্লক ট্যাবলেট
  • এবাটিন
  • ডেসলোরাটাডিন

চোখের এলার্জির ড্রপঃ

  • Lovicin
  • Zonafresh Eye Drop
  • Alcarex Eye Drop
  • Dexagent T
  • Crolom
  • Engatt Eye Drop

নাকের এলার্জি ঔষধ এর নাম

নাকের এলার্জি ভালো করার জন্য বেশ কয়েকটি ঔষধ ড্রপ রয়েছে। আপনার যদি নাকে অ্যালার্জি হয়ে থাকে তাহলে এগুলো ঔষধ ব্যবহার করে দেখতে পারেন। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করা ভালো। নাকের এলার্জি ঔষধ এর নাম গুলো হলোঃ 

  • এলাট্রল
  • সিটিজেন
  • লোরটিন
  • Nasivion Allergy Tablet

এলার্জি ঔষধ এর নাম হোমিওপ্যাথি 

বিভিন্ন রোগ নিরাময় এর জন্য অনেক সময় হোমিওপ্যাথি ঔষধ ভালো কাজ করে সেজন্য অনেকে হোমিওপ্যাথি ঔষধ সেবন করতে পছন্দ করেন। এলার্জির বেশ কিছু হোমিওপ্যাথি ঔষধ রয়েছে সেগুলো হলো: 

  • Apis mel
  • Lycopodium
  • Carbo Vag
  • Sulphur
  • Pulsatilla
  • Nux Vom
  • Psorinum
  • Arsenic Album
  • Natrum Mur
  • Argentum Nitricum

আমাদের শেষ কথা 

প্রিয় বন্ধুরা আশা করছি আজকের পোস্টটি পড়ে আপনারা অনেকগুলো এলার্জির ঔষধ এর নাম ক্রিমের নাম এবং মলমের নাম জানতে পেরেছেন। এখানে শুধুমাত্র আমরা জানানোর জন্য ঔষুধের নাম গুলো বলেছি আপনি যদি এগুলোর মধ্যে যে কোন ঔষধ সেবন করতে চান তাহলে অবশ্যই আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিবেন তারপর সেগুলো ঔষধ ব্যবহার করবেন। 

অন্যথায় নিজ থেকে কোন ঔষধ কিনে সেবন করার চেষ্টা করবেন না। এতে করে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আশা করছি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে কোন বিষয়ে জানতে চান বা এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন