JonopriyoblogPostAd

বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি | বাংলাদেশের ৬৪ জেলার নাম কি

প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জানাবো বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি এবং বাংলাদেশের ৬৪ জেলার নাম কি? আপনি যদি বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি জানতে চেয়ে ইন্টারনেটে সার্চ করে আমাদের আর্টিকেলটি ওপেন করেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। চলুন আজকের এই আর্টিকেল থেকে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি এবং ৬৪ জেলার নাম মনে রাখার কৌশল সম্পর্কে।
বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি

বাংলাদেশের ৬৪ জেলার নাম বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি বাংলাদেশের ৬৪ জেলার নাম ইংরেজিতে ৬৪ জেলার নাম মনে রাখার কৌশল বাংলাদেশের প্রথম জেলার নাম কি বাংলাদেশের সর্বশেষ জেলার নাম কি ছোট ৬৪ জেলার নাম সহ বাংলাদেশের মানচিত্র  জেলার নাম কি এই সকল বিষয়ে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ে ফেলুন। 

সূচিপত্র: বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি | বাংলাদেশের ৬৪ জেলার নাম কি

বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি

অনেকেই ইন্টারনেটে সার্চ করে বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি? বাংলাদেশের মোট ৬৪ জেলা রয়েছে  বাংলাদেশের ৬৬ তম কোনো জেলা নেই। সেজন্য বাংলাদেশের ৬৬ তম জেলার কোনো নাম নেই। তবে পরবর্তীতে যদি বাংলাদেশের ৬৬ তম জেলা গঠিত হয় তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি? 

বাংলাদেশের ৬৪ জেলার নাম

বাংলাদেশে মোট ৮ টি বিভাগ রয়েছে এই বিভাগের মধ্যে ৬৪ জেলা অবস্থিত। অনেকের অনেক সময় জানার প্রয়োজন হয় বাংলাদেশের ৬৪ জেলার নাম। তাই আপনাদের জানানোর জন্য আজকের আর্টিকেলের এই অংশে বাংলাদেশের ৬৪ জেলার নাম দিয়ে দেওয়া হলো দেখে নিন বাংলাদেশের ৬৪ জেলার নাম নামগুলো।

  1. রাজশাহী
  2. চাঁপাইনবাবগঞ্জ
  3. পাবনা
  4. নওগাঁ
  5. বগুড়া
  6. নাটোর
  7. সিরাজগঞ্জ
  8. জয়পুরহাট
  9. ঢাকা 
  10. গাজীপুর 
  11. টাঙ্গাইল 
  12. নরসিংদী 
  13. নারায়ণগঞ্জ 
  14. গোপালগঞ্জ 
  15. মানিকগঞ্জ 
  16. কিশোরগঞ্জ 
  17. মুন্সিগঞ্জ
  18. মাদারিপুর
  19. ফরিদপুর 
  20. রাজবাড়ী 
  21. শরিয়তপুর
  22. খুলনা 
  23. সাতক্ষীরা 
  24. কুষ্টিয়া 
  25. চুয়াডাঙ্গা 
  26. নড়াইল 
  27. মেহেরপুর 
  28. ঝিনাইদহ 
  29. বাগেরহাট 
  30. মাগুরা 
  31. যশোর
  32. কুমিল্লা 
  33. কক্সবাজার 
  34. বান্দরবান 
  35. ব্রাহ্মণবাড়িয়া 
  36. চট্রগ্রাম 
  37. খাগড়াছড়ি 
  38. চাঁদপুর 
  39. রাঙ্গামাটি
  40. ফেনী
  41. নোয়াখালী 
  42. লক্ষ্মীপুর 
  43. সিলেট 
  44. হবিগঞ্জ 
  45. সুনামগঞ্জ 
  46. মৌলভীবাজার 
  47. বরিশাল 
  48. ঝালকাঠি 
  49. পটুয়াখালী 
  50. বরগুনা 
  51. পিরোজপুর 
  52. ভোলা
  53. রংপুর 
  54. কুড়িগ্রাম 
  55. লালমনিরহাট 
  56. গাইবান্ধা 
  57. পঞ্চগড় 
  58. ঠাকুরগাঁও 
  59. নীলফামারী
  60. দিনাজপুর 
  61. ময়মনসিংহ 
  62. শেরপুর 
  63. জামালপুর 
  64. নেত্রকোনা 

    বাংলাদেশের ৬৪ জেলার নাম ইংরেজিতে 

    উপরে আমরা জানছি বাংলাদেশের ৬৪ জেলার নাম ও বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি এই সম্পর্কে কিন্তু অনেক সময় বাংলাদেশের ৬৪ জেলার নাম ইংরেজিতে জানার প্রয়োজন হয়। এখন চলুন জানা যাক বাংলাদেশের ৬৪ জেলার নাম ইংরেজিতে।

    1. Rajshahi 
    2. Chapainawabganj 
    3. Pabna
    4. Naogaon 
    5. Bogura
    6. Natore
    7. Sirajganj 
    8. Joypurhat
    9. Dhaka
    10. Gazipur 
    11. Tangail 
    12. Narsingdi 
    13. Narayanganj 
    14. Gopalganj 
    15. Manikganj 
    16. Kishorganj 
    17. Munshiganj 
    18. Madaripur 
    19. Faridpur 
    20. Rajbari 
    21. Shariatpur 
    22. Khulna 
    23. Satkhira 
    24. Kushtia 
    25. Chuadanga 
    26. Narail
    27. Meherpur
    28. Jhenaidah 
    29. Bagerhat 
    30. Magura
    31. Jessore 
    32. Comilla 
    33. Cox’s Bazar 
    34. Bandarban 
    35. Brahmanbaria 
    36. Chittagong 
    37. Khagrachhari 
    38. Chandpur 
    39. Rangamati 
    40. Feni
    41. Noakhali 
    42. Lakshmipur
    43. Sylhet 
    44. Habiganj 
    45. Sunamganj 
    46. Moulvibazar 
    47. Barisal 
    48. Jhalakathi
    49. Patuakhali 
    50. Barguna 
    51. Pirojpur 
    52. Bhola
    53. Rangpur 
    54. Kurigram 
    55. Lalmonirhat 
    56. Gaibandha 
    57. Panchagarh 
    58. Thakurgaon 
    59. Nilphamari 
    60. Dinajpur 
    61. Mymensingh 
    62. Sherpur 
    63. Jamalpur 
    64. Netrokona 

    ৬৪ জেলার নাম মনে রাখার কৌশল 

    আমাদের অনেকেরই বাংলাদেশের ৬৪ জেলার নাম মনে থাকে না। এখন আমরা ৬৪ জেলার নাম মনে রাখার কৌশল জানবো। এই কৌশল গুলো জানলে সহজেই মনে রাখতে পারবেন বাংলাদেশের ৬৪ জেলার নাম।

    আরো পড়ুন: বাংলাদেশের রাষ্ট্রপতির তালিকা - বর্তমান রাষ্ট্রপতির নাম কি ২০২৪

    ১। যেসব জেলার নামের শেষে গঞ্জযুক্ত রয়েছে সেগুলো ৯ টি জেলার নাম:

    চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ।

    ২। যেসব জেলার নামের শেষে পুর রয়েছে সেগুলো ১২ টি জেলার নাম:

    গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর,  চাঁদপুর, রংপুর, লক্ষ্মীপুর, দিনাজপুর, শেরপুর, মেহেরপুর, জামালপুর,  পিরোজপুর, শরিয়তপুর। 

    ৩। যেসব জেলার নামের শেষে হাট রয়েছে সেসব জেলার নাম:

    লালমনিরহাট, জয়পুরহাট,  বাগেরহাট। 

    ৪। যেসব জেলার নামের শেষে আ-কার রয়েছে সেসব জেলার নাম: 

    ঢাকা, কুমিল্লা, পাবনা, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, চুয়াডাঙ্গা, নওগাঁ, ভোলা, খুলনা, কুষ্টিয়া, গাইবান্ধা, মাগুরা, সাতক্ষীরা, বগুড়া। 

    ৫। যেসব নামের শেষে খালী রয়েছে সেসব জেলার নাম:

    পটুয়াখালী, নোয়াখালী। 

    ৬। যেসব জেলার নামের শেষে গ্রাম রয়েছে সেসব জেলার নাম:

    কুড়িগ্রাম, চট্টগ্রাম। 

    ৭। যেসব জেলার নামের শেষে ই-কার রয়েছে সেসব জেলার নাম:

    ঝালকাঠি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। 

    ৮। যেসব জেলার নামের শেষে বাজার রয়েছে সেসব জেলার নাম:

    মৌলভীবাজার, কক্সবাজার। 

    ৯। যেসব জেলার শেষে ঈ-কার রয়েছে সেসব জেলার নাম:

    রাজশাহী, নীলফামারী, ফেনী, রাজবাড়ী,  নরসিংদী। 

    ১০। যেসব জেলার নামের শেষে আইল যুক্ত রয়েছে সেসব জেলার নাম:

    টাঙ্গাইল, নড়াইল। 

    ১১। যেসব জেলার নামের শেষে কার নাই সেসব জেলার নাম:

    নাটোর, বরিশাল, বান্দরবান, ঠাকুরগাঁও, যশোর, সিলেট, ঝিনাইদহ,পঞ্চগড়, ময়মনসিংহ।

    সূত্র: news24bd.tv

    বাংলাদেশের প্রথম জেলার নাম কি

    বাংলাদেশের প্রথম জেলার নাম কি? বাংলাদেশের প্রথম জেলার নাম চট্টগ্রাম। এই জেলা ১৬৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 

    আরো পড়ুন: বাংলাদেশের সবচেয়ে বড় ও ছোট জেলা কোনটি

    বাংলাদেশের ৬৫ তম জেলার নাম কি 

    অনেকে ইন্টারনেটে সার্চ করে থাকেন বাংলাদেশের ৬৫ তম জেলার নাম কি? আমাদের বাংলাদেশ ৬৪ জেলা নিয়ে অবস্থিত। বাংলাদেশের ৬৫ তম জেলার নাম হলো ভৈরব জেলা। তবে ভৈরব এখনো বাংলাদেশের ৬৫ তম জেলা হয়নি শুধুমাত্র ভৈরব জেলা বাংলাদেশের ৬৫ তম জেলা হিসেবে প্রস্তাবিত হয়ে রয়েছে। 

    বাংলাদেশের সর্বশেষ জেলার নাম কি

    বাংলাদেশের সর্বশেষ জেলার নাম কি? বাংলাদেশের সর্বশেষ জেলার নাম ফেনী জেলা। এই জেলা ৭ নভেম্বর ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 

    ছোট জেলার নাম কি

    বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম হলো রাঙ্গামাটি আর বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ। 

    বাংলাদেশের জেলা সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর |  FAQs

    প্রশ্ন: ১৯৭১ সালে বাংলাদেশের কয়টি জেলা ছিল?

    উত্তর: ১৯৭১ সালে বাংলাদেশের ১৯ টি ছিলো।

    প্রশ্ন: বাংলাদেশের নতুন জেলা কোনটি?

    উত্তর: বাংলাদেশের নতুন প্রস্তাবিত জেলা হলো ভৈরব জেলা। তবে ভৈরব এখনো জেলা হয়নি।

    প্রশ্ন: বাংলাদেশের জেলার সংখ্যা কত?

    উত্তর: বাংলাদেশের জেলার সংখ্যা ৬৪ টি।

    ৬৪ জেলার নাম সহ বাংলাদেশের মানচিত্র 

    অনেকে ৬৪ জেলার নাম সহ বাংলাদেশের মানচিত্র দেখতে চান তাই আপনাদের জন্য এই অংশে একটি ৬৪ জেলার নাম সহ বাংলাদেশের মানচিত্র ছবি দিয়ে দিলাম। 

    ৬৪ জেলার নাম সহ বাংলাদেশের মানচিত্র

    বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি | বাংলাদেশের ৬৪ জেলার নাম কি: শেষ কথা 

    প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে বাংলাদেশের ৬৪ জেলার নাম বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি বাংলাদেশের ৬৪ জেলার নাম ইংরেজিতে ৬৪ জেলার নাম মনে রাখার কৌশল বাংলাদেশের প্রথম জেলার নাম কি বাংলাদেশের সর্বশেষ জেলার নাম কি ছোট ৬৪ জেলার নাম সহ বাংলাদেশের মানচিত্র  জেলার নাম কি এই সকল বিষয়ে।

    আরো পড়ুন: বাংলাদেশের নদী কয়টি - বাংলাদেশের প্রধান নদী কয়টি

    আশা করছি আপনারা এই সকল বিষয়ে ভালোভাবে জানতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে বা অন্য কোন বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। এবং এরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের JONOPRIYO BLOG  ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন