JonopriyoblogPostAd

নবীদের নামের তালিকা অর্থসহ - ২৫ জন নবীর নাম

আপনারা কি নবীদের নামের তালিকা অর্থসহ জানতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনারদের জন্য। আজকের এই পোস্টে আপনাদের নবীদের নামের তালিকা অর্থসহ এবং ২৫ জন নবীর নাম জানাবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক নবীদের নামের তালিকা অর্থসহ।
নবীদের নামের তালিকা অর্থসহ

নবীদের নামের তালিকা অর্থসহ ২৫ জন নবীর নাম নবীর সাহাবীদের নামের তালিকা এইগুলা যদি জানতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ে ফেলুন।

পেজ সূচিপত্র: নবীদের নামের তালিকা অর্থসহ - ২৫ জন নবীর নাম 

নবীদের নামের তালিকা অর্থসহ - নবীদের নামের তালিকা 

অনেকে বলে থাকেন পবিত্র কোরআনে ২৫ জন নবীর নাম এসেছে আবার অনেকে বলে থাকেন ২৬ জনের কথা আজকে আপনাদের নবীদের নামের তালিকা অর্থসহ এবং ২৫ জন নবীর নাম জানানোর চেষ্টা করব। আমরা যেহেতু মুসলমান সেজন্য আমাদের ইসলামের সকল বিষয় জেনে রাখা প্রয়োজন তেমনিই আমাদের ইসলাম ধর্মের নবীদের নাম অর্থাৎ নবীদের নামের তালিকা অর্থসহ জেনে রাখা উচিত। তাহলে নিজের অংশগুলোতে জেনে নিন নবীদের নামের তালিকা অর্থসহ। 

আরো পড়ুনঃ ৮ জান্নাতের নাম অর্থসহ - জান্নাতের দরজার নাম

নবীদের নামের তাকিকা অর্থসহ

  1. হযরত আদম (আঃ) নামের অর্থ মাটির সৃষ্টি তিনি অবস্থান করেছেন শ্রীলংকা এবং তার বয়স ছিলো ১ হাজার বছর।
  2. হযরত নূহ (আঃ) - নামের অর্থ নামের বিশ্রাম থেকে মুক্তি তার বয়স ছিলো ৯৫০ বছর।
  3. হযরত শীষ (আঃ) - নামের অর্থ আল্লাহর দান - বয়স ৮১২ বছর
  4. হযরত সালেহ (আঃ) - নামের অর্থ  অটুট, ভালো, ন্যায়নিষ্ঠ। বয়স ৫৮৬ বছর
  5. হযরত সোয়াইব (আঃ) - নামের অর্থ আল্লাহ অনুগ্রহপ্রাপ্ত - ৮৮২ বছর
  6. হযরত ইব্রাহিম (আঃ) - নামের অর্থ অন্তরঙ্গ বন্ধু - বয়স ১৯৫ বছর
  7. হযরত ইসমাইল (আঃ) - নামের অর্থ ভাগ্যবান, উদার - বয়স ১৩৭ বছর
  8. হযরত ইসহাক (আঃ) - নামের অর্থ হাস্যময়ী - বয়স ১৫০ বছর।
  9. হযরত ইউসুফ (আঃ) - নামের অর্থ আল্লাহ বৃদ্ধির দান - বয়স ১১০ বছর
  10. হযরত ইয়াকুব (আঃ) - নামের অর্থ স্থলাভিষিক্ত, দোয়েল পাখি - বয়স ১২৯ বছর।
  11. হযরত মূসা (আঃ) - নামের অর্থ রক্ষা কর্তা, সংরক্ষিত - বয়স ১২৫ বছর।
  12. হযরত লূত (আঃ) - নামের অর্থ ভাগ্যবান, সংজ্ঞা - বয়স ১২৪ বছর।
  13. হযরত হারুন (আঃ) - নামের অর্থ  পর্বত - বয়স ১১৯ বছর।
  14. হযরত আইয়ুব (আঃ) - নামের অর্থ অন্তর্মুখী - বয়স ১৪০ বছর।
  15. হযরত দাউদ (আঃ) - নামের অর্থ আল্লাহর বন্ধু, প্রিয় বন্ধু  - বয়স ১২০ বছর।
  16. হযরত ইয়াহ ইয়া (আঃ) - নামের অর্থ বন্ধুত্বপূর্ণ, গুরুত্ব  - বয়স ৯৫ বছর।
  17. ইযরত ইদ্রিস (আঃ) - নামের অর্থ শিক্ষাবিদ,শিক্ষায় ব্যস্ত ব্যক্তি - বয়স ৩৬৫ বছর।
  18. হযরত সোলাইমান (আঃ) - নামের অর্থ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণ - বয়স ১৩৭ বছর।
  19. হযরত জাকারিয়া (আঃ) - নামের অর্থ স্মরণকারী - বয়স ২০৭ বছর।
  20. হযরত যুলকিফল (আঃ) - নামের অর্থ দ্বিগুণের অধিকারী - বয়স ৭৫ বছর।
  21. হযরত ইউশা বিন নুন (আঃ) - নামের অর্থ নবীদের একজন সহচর - বয়স ১৪৭ বছর।
  22. হযরত হূদ (আঃ) - নামের অর্থ নেতৃত্ব, পথপ্রদর্শন - বয়স ২৭০ বছর।
  23. হযরত আল ইয়াসা (আঃ) - নামের অর্থ বিলাসিত,  স্বাচ্ছন্দ - বয়স ১১০ বছর।
  24. ইযরত ঈসা (আঃ) - নামের অর্থ আন্তরি,  পবিত্র - বয়স পৃথিবীতে ৩৩ বছর ছিলেন পরে আসমানে উঠিয়ে নেওয়া হয় তিনি এখনও জীবিত আছেন।
  25. হযরত মুহাম্মদ (সাঃ) - নামের অর্থ প্রশংসিত - বয়স ৬৩ বছর।

২৫ জন নবীর নাম

নবীদের নামের তালিকা অর্থসহ জানতে পারলেন এবং কোন নবী কত বছর দুনিয়ায় বেঁচে ছিলেন সেটাও জানতে পারলেন এবার জেনে নিন ২৫ জন নবীর নাম। ২৫ জন নবীর নাম নামগুলো হলো। 

আরো পড়ুনঃ সাহাবীদের নাম অর্থসহ - জান্নাতি ২০ সাহাবীর নাম

  1. হযরত আদম (আঃ) প্রথম নবী 
  2. হযরত নূহ (আঃ)
  3. হযরত শীষ (আঃ)
  4. হযরত সালেহ (আঃ)
  5. হযরত সোয়াইব (আঃ)
  6. হযরত ইব্রাহিম (আঃ)
  7. হযরত ইসমাইল (আঃ
  8. হযরত ইসহাক (আঃ)
  9. হযরত ইউসুফ (আঃ)
  10. হযরত ইয়াকুব (আঃ)
  11. হযরত লূত (আঃ)
  12. হযরত মূসা (আঃ) 
  13. হযরত হারুন (আঃ)
  14. হযরত দাউদ (আঃ) 
  15. হযরত আইয়ুব (আঃ)
  16. হযরত ইয়াহ ইয়া (আঃ)
  17. হযরত সোলাইমান (আঃ)
  18. ইযরত ইদ্রিস (আঃ) 
  19. হযরত জাকারিয়া (আঃ)
  20. হযরত যুলকিফল (আঃ)
  21. হযরত ইউশা বিন নুন (আঃ)
  22. হযরত আল ইয়াসা (আঃ)
  23. হযরত হূদ (আঃ) 
  24. ইযরত ঈসা (আঃ)
  25. হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী।

নবীর সাহাবীদের নামের তালিকা

নবীদের নামের তালিকা অর্থসহ জানলেন এবং ২৫ জন নবীর নাম জানলেন। এবার আসুন নবীর সাহাবীদের নামের তালিকা দেখে নেওয়া যাক। অনেকগুলো নবীর সাহাবী ছিল তার মধ্যে কিছু নবীর সাহাবীদের নাম নিচে দেওয়া হলো।

  • আওস ইবনে সাবিত
  • আনাস ইবনে মালিক
  • আবদুর রহমান ইবনে আউফ
  • আবদুল্লাহ ইবনে আব্বাস
  • আবদুল্লাহ ইবনে সুহাইল
  • আবু বকর ইবনে আবি কুহাফা
  • আমর ইবনুল আস
  • উকবা ইবনে আমির
  • ইয়াসির ইবনে আমির
  • ইব্রাহিম ইবনে মোহাম্মদ 
  • উসমান ইবনে তালহা
  • উমাইর ইবনে সাদ
  • ওব্বাদ ইবনে বাশার
  • ওসমান ইবনে হানিফ
  • কাব ইবনে মালিক
  • জাফর ইবনে আবি তালিব
  • তালহা ইবনে উবাইদিল্লাহ
  • নুসাইবা বিনতে কাব
  • ফাতিমা বিনতে খাত্তাব
  • বিলাল ইবনে রাবাহ

পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ

অনেক মহিলা এবং পুরুষ সাহাবী রয়েছিলেন তার মধ্যে এখন কিছু পুরুষ সাহাবীদের নামের তালিকা নিচে দেওয়া হলো। আপনি যদি পুরুষ সাহাবীর নামের তালিকা খুলে থাকেন তাহলে এখান থেকে জেনে নিতে পারেন।

  • রাফি ইবনে ইয়াজিদ
  • যায়েদ ইবনে আকরাম
  • শিফা বিনতে আবদুল্লাহ 
  • সাঈদ ইবনে যায়িদ
  • সাদ ইবনে রাবি
  • সুহাইল ইবনে আমর
  • হাকিম ইবনে হিযাম
  • হুজুর ইবনে আদি
  • হাসান ইবনে আলী
  • মুয়াজ ইবনে জাবাল
  • মুগীরা ইবনে শুবা
  • মাসলামা ইবনে মুখাল্লাদ
  • নুমান ইবনে মুকাররিন
  • নুয়াইম ইবনে মাসুদ
  • কুসাম ইবনে আব্বাস 
  • আহনাফ ইবনে কায়িস
  • আবু তালহা আনসারী
  • আবদুল্লাহ বিন তারিক
  • আবদুল্লাহ ইবনে উমর
  • আবদুল্লাহ ইবনে আতিক
এখানে কয়েকটি সাহাবীদের নাম বলা হলো এছাড়াও আরো অনেক সাহাবীদের নাম রয়েছে। আশা করছি আজকের আর্টিকেল থেকে নবীদের নামের তালিকা অর্থসহ এবং ২৫ জন নবীর নাম সাহাবীদের নাম ভালোভাবে জানতে পেরেছেন। 

নবীদের নামের তালিকা অর্থসহ - ২৫ জন নবীর নাম: শেষ কথা 

যুগে যুগে অনেক নবী এসেছেন এবং মানব কল্যাণে কাজ করে গেছেন। তাই আজকের পোস্টে আপনাদের নবীদের নামের তালিকা অর্থসহ ২৫ জন নবীর নাম এবং নবীর সাহাবীদের নামের তালিকা পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ জানানোর চেষ্টা করছি আশা করি আপনারা নাম গুলো ভালোভাবে জানতে পেরেছেন। 

যদি এই পোস্টটি আপনাদের উপকারে আসে তাহলে একটা কমেন্ট করবেন। এবং আরো কোনো বিষয়ে জানতে চাইলে সেটা কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। এরকম আরো বিভিন্ন বিষয়ে জানতে আমাদের JONOPRIYO BLOG ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন