JonopriyoblogPostAd

কারেন্টের চুলা দাম কত - ইন্ডাকশন চুলার পাতিলের দাম

আসসালামু আলাইকুম আপনারা যারা কারেন্টের চুলা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পোস্টটি। কারেন্টের চুলা কেনার আগে আপনাদের জানতে হবে কারেন্টের চুলা দাম কত এবং ইন্ডাকশন চুলার পাতিলের দাম এটাও অনেকে জানতে চান তাই সবগুলো বিষয়ে আপনাদের আজকে জানাবো।
কারেন্টের চুলা দাম কত - ইন্ডাকশন চুলার পাতিলের দাম

তো আপনি যদি কারেন্টের চুলা দাম কত এবং ইন্ডাকশন চুলার পাতিলের দাম এগুলো বিষয়ে ভালোভাবে জানতে চান তাহলে আজকের পোস্টের নিচের অংশগুলো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ে ফেলুন। 

পোস্ট সূচিপত্রঃ কারেন্টের চুলা দাম কত - ইন্ডাকশন চুলার পাতিলের দাম

কারেন্টের চুলা দাম কত

কারেন্টে চুলা মানের উপর নির্ভর করে বিভিন্ন দাম হয়ে থাকে। কিন্তু সবার বাজেট যেহেতুএকরকম থাকে না সেজন্য বেশ কয়েকটি চুলার দাম জানা প্রয়োজন। কারেন্টের চুলা সাধারণত ২৫০০ টাকা থেকে শুরু করে ৮-১০ হাজার টাকা পর্যন্ত রয়েছে। তবে অনেক সময় বিভিন্ন অফার দিয়ে থাকে তখন যদি কিনেন তাহলে কিছুটা কমের মধ্যে পেতে পারেন। জেনে রাখুন বেশ কয়েকটি কারেন্টের চুলার দাম। 

  • Vision Infrared Cooker - 3,350 tk
  • Disnie Marble Induction Stove - 5,200 tk
  • Philips Induction Cooker - 6,990 tk
  • Miyako Infrared Cooker ATC21SS - 5,100 tk
  • Infrared Touch Cooker ATC-20E3 - 5,600 tk
  • Vision 40A3 HiLife Infrared Cooker - 4,109 tk
  • Walton Induction Cooker - 4,200 tk
  • Xiaomi Mijia Youth Edition Induction Cooker - 6,990 tk
  • Osaka Single Electric Stove - 1,790 tk
  • Miyako Induction Cooker TC- MARBLE-04 - 5,800 tk
আরো জানুনঃ সিলিং ফ্যান কত ওয়াটের হয় - সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ
যদি কারেন্টের চুলা নিতে চান তাহলে একটু বেশি দামের এবং ভালো মানের চুলা নেওয়ার চেষ্টা করবেন। কারণ অতিরিক্ত কম দামি জিনিস কখনোই ভালো টিকবে না। তাই টাকা একটু বেশি লাগলেও ভালো মনের চুলা চেষ্টা করবেন। এ সম্পর্কে আপনার আশেপাশে অভিজ্ঞ যারা রয়েছে তাদের পরামর্শ নিতে পারেন। 

ইন্ডাকশন চুলার পাতিলের দাম

ইন্ডাকশন চুলা কেনার পর ইন্ডাকশন চুলার পাতিল কেনার প্রয়োজন হয় কিন্তু ইন্ডাকশন চুলার পাতিলের দাম কিরকম তা অনেকের ধারণা নেই সেজন্য বাজারে কিনতে গেলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। 

ইন্ডাকশন চুলার পাতিল বিভিন্ন কোয়ালিটির এবং সেট ধরে পাওয়া যায় সেজন্য কোয়ালিটি এবং সেটের ওপর নির্ভর করে দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন ইন্ডাকশন চুলার পাতিলের দাম ২০০০ টাকা থেকে শুরু করে ৪০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে সিঙ্গেল পাতিল নিলে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। 

কারেন্টের চুলা কোনটা ভালো

বিভিন্ন ব্র্যান্ডের কারেন্টের চুলা রয়েছে তবে আপনার যদি বাজেট হয়ে থাকে তাহলে আপনি সবচেয়ে ভালো মনের মিয়াকো কোম্পানির কারেন্টের চুলা নিতে পারেন। নিয়াকো কোম্পানির কারেন্টের চুলার দাম থাকে বেশি হলেও অনেক ভালো হয়ে থাকে। 

আরো জানুনঃ চার্জার ফ্যান এর দাম ২০২৪ - চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ  

তো আপনারা যারা জানতে চেয়েছিলেন কারেন্টের চুলা কোনটা ভালো হবে তাদেরকে বলব মিয়াকো চুলাটা নেওয়ার চেষ্টা করবেন। তবে একেক জনের কাছে পছন্দ একেক রকম হতে পারে সেজন্য তার কাছে যত অন্য কোন চুলা ভালো লাগে তাহলে সেগুলোও নিতে পারেন যেমন ভিশন ইলেকট্রিক চুলা রয়েছে সেটাও নিতে পারেন। যারা মিয়াকো এবং ভিশন ইলেকট্রিক চুলা নিতে চাচ্ছেন তারা নিচের অংশ থেকে সেগুলোর দাম জেনে নিন। 

মিয়াকো ইলেকট্রিক চুলার দাম

মিয়াকো এতে জাপানি ব্র্যান্ড এই ব্র্যান্ডের ভাল মানের অনেক ইলেকট্রনিক্স চুলা রয়েছে। মিয়াকো ইলেকট্রনিক চুলার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যেমন যেকোনো ধরনের প্যান ব্যবহার করতে পারবেন, ডিজিটাল ডিসপ্লে, টাইমার অপশন রয়েছে, ওভার হিটিং প্রটেকশন রয়েছে সেজন্য এটা সবার কাছে পছন্দের শীর্ষে রয়েছে। বেশ কয়েকটি মিয়াকো ইলেকট্রিক চুলার দাম জেনে নিন। 

  • Miyako Induction Cooker TC- MARBLE-04 - 5,800 tk
  • Miyako Infrared Cooker ATC21SS - 5,100 tk
  • Miyako Induction Cooker TC- MARBLE01 - 5,200 tk
  • Miyako Induction Cooker TC- MARBLE-05 - 5,800 tk
  • Infrared Touch Cooker ATC-20E3 - 5,600 tk
  • Infrared Cooker ATC-20T6 2000 W - 5,200 tk

উপরে উল্লেখিত মিয়াকো কোম্পানির ৬ টি বিভিন্ন মডেলের ইলেকট্রনিক চুলার নাম ও দাম দেওয়া হয়েছে। আপনি যদি মিয়াকো কোম্পানির কারেন্টের চুলা কিনতে চান তাহলে যেকোনো চুলার দোকান অথবা অনলাইন Miyako.com.bd এই ওয়েবসাইট থেকে কিনতে পারেন।

ভিশন ইলেকট্রিক চুলা দাম

ভিশন কোম্পানির বেশ কয়েকটি মডেলের ইলেকট্রনিক চুলা রয়েছে। এগুলো চুলার মডেল ও মান অনুযায়ী দাম একেক রকম হয়ে থাকে। কয়েকটি ভিশন ইলেকট্রনিক চুলা দাম জানুন।

  • Vision Induction Cooker RE  VISION-XI-1201-Eco - 3,187 tk
  • VISION Induction Cooker VISION-1206 Eco - 3,187 tk
  • Vision Induction Cooker VISION-XI-211 - 3,485 tk
  • VISION Induction Cooker VISION-1204 Border Eco - 3,782 tk

উপরে উল্লেখিত ৪টি বিভিন্ন মডেলের ভিশন কারেন্টের চুলা পাবেন আপনার নিকটস্থ দোকানে অথবা vision.com.bd অফিসিয়াল ওয়েবসাইটে। এগুলো ভিশন ইলেকট্রিক চুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। 

কারেন্টের চুলা ব্যবহারের নিয়ম

বিশেষ করে যারা শহরে বসবাস করে তাদের এগুলো কারেন্টের চুলার প্রয়োজন হয় এবং তারা বেশি ব্যবহার করে এছাড়াও বর্তমানে গ্রামের মানুষেররাও কারেন্টের চুলা ব্যবহার করে। বর্তমানে গ্যাসের দাম অনেক বেশি সেজন্য কারেন্টের চুলা ব্যবহার বেশি হয়। তবে কারেন্টের চুলা ব্যবহারের নিয়ম গুলো জানতে হবে এবং সেই নিয়মে ব্যবহার করতে হবে। তাহলে জেনে নেওয়া যাক কারেন্টের চুলা ব্যবহারের সঠিক নিয়মগুলো -

  • কারেন্টের চুলার প্লাগ বিদ্যুৎতের সাথে সংযোগ দিতে হবে।
  • চুলাটি চালু হওয়ার সিগনাল দিবে।
  • চুলার পাশে থাকা অন অফ বাটনে ক্লিক করতে হবে।
  • এবার আপনি কি রান্না করবেন সেই বাটনে ক্লিক করবেন অথবা অটো বাটনে ক্লিক করবেন।
  • চুলায় প্যান/পাতিল বসানোর ভালোভাবে পাতিলটি পরিষ্কার করে নিবেন।
  • চুলার পাওয়ার কম বেশি করতে চাইলে সেখানে আপ ডাউন বাটন পাবেন সেগুলোতে টাচ করবেন। 
  • সর্বনিম্ন ২০০ থেকে সর্বচ্চো ২০০০ পাওয়ার দেওয়া যায় আপনার প্রয়োজন অনুযায়ী পাওয়ার দিবেন।
  • রান্নার পুষ্টি ও স্বাদ ধরে রাখার জন্য রান্না করার সময়  যেগুলো রান্না করবেন সেগুলো ভালোভাবে ঢেকে রাখবেন।
  • রান্না শেষ হয়ে গেলে চুলা অফ করে দিবেন।
  • এবার চুলাটি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিবেন। যদি আপনার বাসায় অতিরিক্ত ধুলা ময়লা পড়ে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবেন।

কারেন্টের চুলা দাম কত - ইন্ডাকশন চুলার পাতিলের দামঃ শেষ কথা

কারেন্টের চুলা দাম কত ইন্ডাকশন চুলার পাতিলের দাম আশা করছি আপনারা সেগুলো ভালোভাবে জানতে পেরেছেন। তো আপনি যদি এখন কারেন্টের চুলা কিনতে চান তাহলে আপনার একটি দামের আইডিয়া থাকলো সেই অনুযায়ী আপনি কিনতে পারবেন। 

আরো জানুনঃ ওয়ালটন ফ্রিজের দাম ২০২৪ - ওয়ালটন ফ্রিজ ১৪ সেফটি দাম ২০২৪

তারপরেও যদি আপনাদের এ বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনাকে সেটার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এরকম আরো নিত্যনতুন তথ্য পেতে আমাদের JONOPRIYO BLOG ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন