JonopriyoblogPostAd

এয়ার কুলারের দাম ২০২৪ - সিঙ্গার এয়ার কুলার প্রাইস ইন বাংলাদেশ

বর্তমানে অত্যন্ত গরম সেজন্য অনেকেই এয়ার কুলার কিনতে চাচ্ছেন কিন্তু এয়ার কুলারের দাম সম্পর্কে তেমন একটা ধারণা নেই তাই আজকের পোস্টের মাধ্যমে আপনাদের জানাবো এয়ার কুলারের দাম ২০২৪ এবং সিঙ্গার এয়ার কুলার প্রাইস ইন বাংলাদেশ সহ এয়ার কুলার সম্পর্কিত আরো অনেক তথ্য।
এয়ার কুলারের দাম ২০২৪

আপনি যদি এয়ার কুলার কিনতে চান তাহলে অবশ্যই আপনার এয়ার কুলারের দাম ২০২৪ এবং সিঙ্গার এয়ার কুলার প্রাইস ইন বাংলাদেশ এগুলো সম্পর্কে কিছুটা ধারণা রাখা প্রয়োজন। তাই চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 

সূচিপত্রঃ এয়ার কুলারের দাম ২০২৪ - সিঙ্গার এয়ার কুলার প্রাইস ইন বাংলাদেশ

এয়ার কুলার কি

এয়ার কুলার হলো একটি কৃত্রিম যন্ত্র যেটার মাধ্যমে পানিকে জলীয় বাষ্প রূপান্তর করা যায় এবং ঘরের মধ্যে এগুলো ছড়িয়ে যাওয়ার কারণে ঘর শীতল থাকে। যখন অনেক বেশি গরম হয় তখন ঘরের তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় এতে করে ঘরের মধ্যে থাকতে অনেক কষ্ট হয় সেজন্য এয়ার কুলার ব্যবহার করা হয় যাতে করে ঘরের তাপমাত্রা ঠান্ডা থাকে এবং শরীরে কম গরম লাগে।

এয়ার কুলারের কাজ কি

এয়ার কুলারের কাজ হলো পানিকে বাষ্পে পরিণত করে ঠান্ডা করে ঘরের মধ্যে ছড়িয়ে দেওয়া। এতে করে ঘরে অতিরিক্ত তাপমাত্রা থাকলে সেটা কমে যায়। এলার কুলারের মধ্যে একটি পানির ট্যাংক রয়েছে সেখানে পানি রেখে এয়ার কুলার অন করলে সেগুলো পানি বাষ্পের মতো স্পে হয়ে বেরিয়ে আসবে। 

আরো জানুন: চার্জার ফ্যান এর দাম ২০২৪ - চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ

এয়ার কুলার থেকে বেশি ঠান্ডা পেতে চাইলে ফ্রিজে রাখা পানি এয়ার কুলারের ট্যাংক এর ভিতর রাখতে পারেন অথবা ট্যাংক এর ভিতর পানি দিয়ে তার ভিতর হালকা বরফ দিতে পারেন তাহলে ঘর অনেক বেশি শীতল করবে।

এয়ার কুলারের দাম ২০২৪ 

বাজারে অনেক কোম্পানির এয়ার কুলার রয়েছে ২০০০ টাকা থেকে শুরু করে আরো অনেক বেশি দামের মধ্যে এয়ার কুলার পাবেন। জেনে নিন বেশ কিছু এয়ার কুলারের দাম।

  • Arctic Air Enjoy Cool Clean Air - Price 1,300 tk
  • Extonic ET-C702 Air Cooler Fan - Price 2,800 tk
  • Gree KSWK-2001 DGL 20L Portable Air Cooler - Price 15,999 tk
  • Vision Evaporative 30m Ice Berg Air Cooler - Price 10,000 tk
  • Nova NV-921 Air Cooler - Price 10,000 tk
  • Gree 40L Portable Air Cooler - 18,999 tk
  • Singer Everest 50L Air Cooler - Price 16,000 tk
  • Industrial Air Cooler - Price 74,500 tk
  • Nova NV 920K Air Cooler - Price 11,990 tk
  • Walton WEA-B128R Air Cooler - Price 9,800 tk

আপনার বাজেট যদি এইরকম থাকে তাহলে এইগুলো এয়ার কুলার নিতে পারেন। আপনার নিকটস্থ যেকোনো শোরুম থেকে অথবা অনলাইন শপ বিডি স্টল থেকেও পেয়ে যাবেন। তবে কেনার আগে দাম এবং পণ্যের মান ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন।

সিঙ্গার এয়ার কুলার প্রাইস ইন বাংলাদেশ

বহুল প্রচলিত একটি কোম্পানি সিঙ্গার। সিঙ্গার কোম্পানির বেশ কিছু এয়ার কুলার রয়েছে।  কয়েকটি সিঙ্গার কোম্পানির এয়ার কুলারের দাম জানুন।

  • Singer Everst 50L Air Cooler - Price 16,000 tk
  • Singer VC-1824 Air Cooler - Price 71,000 tk

সিঙ্গারের এই দুইটি এয়ার কুলার নিতে পারেন। পরবর্তীতে এখানে সিঙ্গারের আরো এয়ার কুলার এর মডেল এবং প্রাইজ যুক্ত করা হবে।

ওয়ালটন এয়ার কুলার দাম 2024

ওয়ালটন একটি বাংলাদেশি কোম্পানি তাই অনেকের পছন্দের তালিকায় ওয়ালটন এর এয়ার কুলার রয়েছে। ওয়ালটনের বেশ কয়েকটি মডেলের এয়ার কুলার রয়েছে সেগুলোর বর্তমান দাম গুলো হলো।

  • WEA-B168M - Price 5,429 tk
  • WEA-J120C - Price 11,570 tk
  • WEA-W18R - Price 12,460 tk
  • WEA-V28R - Price 6,986 tk
  • WEA-Zen Cool 40L - Price 14,151 tk
  • WEA-Zen Cool 25L - Price 12,371 tk
  • WEA-D198R - Price 10,635 tk
  • WEA-B128R - Price 8,766 tk
ওয়ালটনের যেকোনো শোরুম থেকে এগুলো এয়ার কুলার পেয়ে যাবেন। তবে সব জিনিসের দাম যেহেতু প্রতিনিয়ত কম বেশি হয়ে থাকে তাই কেনার আগে অবশ্যই ভালোভাবে পণ্য এবং দাম ভালোভাবে যাচাই-বাছাই করে নিবেন। 

ভিশন এয়ার কুলার দাম

ভিশন কোম্পানির দুইটা এয়ার কুলার রয়েছে আপনার যদি ভিশন এয়ার কুলার পছন্দ হয় তাহলে নিতে পারেন। ভিশন এয়ার কুলারের নাম ও দাম জানুন।

  • Vision Evaporative Air Cooler 35 Liter Super Cool - Price 12,615 tk
  • Vision Evaporative Air Cooler 45L Super Cool - Price 13,920 tk

বর্তমানে ভিশর এর ৩৫ লিটার এবং ৪৫ লিটারের এই দুইটা পাবেন। এই এয়ার কুলারের পাওয়ার ১২০ ওয়ার্ট। কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন।

মিনি এয়ার কুলার এর দাম

বড় এয়ার কুলারের দাম অনেক বেশি হওয়ার কারণে সেগুলো কেনার সামর্থ্য অনেকের নেই তবে কম টাকার মধ্যে কিছু মিনি এয়ার কুলার রয়েছে সেগুলো কিনতে পারবেন। আপনি যদি মিনি এয়ার কুলার নিতে চান তাহলে সর্বনিম্ন ১২,০০ টাকা থেকে ১৫,০০ টাকার মধ্যে মোটামুটি ভালো মানের মিনি এয়ার কুলার পাবেন। 

আরো জানুন: গিয়ার সাইকেল ছবি ও দাম 2024 - সাইকেল ছবি ও দাম

তবে মিনি এয়ার কুলার আপনার পুরো রুম ঠান্ডা রাখতে পারবেনা। পুরো রুম ঠান্ডা রাখার জন্য কমপক্ষে ১৫,০০০ হাজার থেকে ২০,০০০ টাকার মধ্যে এয়ার কুলার নিতে হবে। তবে আপনার সামর্থ্য থাকলে আরো বেশি দামের নিতে পারেন।

এয়ার কুলার এর সুবিধা অসুবিধা

এয়ার কুলার ব্যবহার করে ঘর ঠান্ডা রাখা গেলেও এর রয়েছে কিছু সুবিধা এবং অসুবিধা। আপনি যদি এয়ার কুলার কিনতে চান তাহলে অবশ্যই আপনার আগে এয়ার কুলার এর সুবিধা অসুবিধা জেনে রাখা ভালো।

এয়ার কুলারের সুবিধাঃ

  • এয়ার কন্ডিশনার অর্থাৎ এসির তুলনায় খরচ অনেকটা কম হয়ে থাকে।
  • ঘরের মধ্যে খুব কম জায়গার মধ্যে রাখা যায় সেজন্য বড় জায়গা লাগে না। 
  • এয়ার কুলারের কোন রকম ইনস্টলেশন এর ঝামেলা নেই।
  • এয়ার কুলার খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। 
  • এয়ার কুলার ভাড়া দিয়ে টাকা ইনকাম করা যায়। 

এয়ার কুলারের অসুবিধাঃ

  • অতিরিক্ত আদ্র স্থান বা অবস্থায় ভালোভাবে কাজ করে না।
  • পানি ফুরিয়ে গেলে পানি দেওয়ার ঝামেলা রয়েছে।
  • দুর্বল ভেন্টিলেশনে ঠিকমতো কাজ করতে চায়না।
  • এয়ার কন্ডিশনার অর্থাৎ এসির মত অত শক্তিশালী হয় না।
  • হাঁপানি রোগীদের জন্য কিছুটা অসুবিধা হয়ে থাকে।
এগুলোই হলো এয়ার কুলারের সুবিধা ও অসুবিধা। তাই আপনি যদি এয়ার কুলার কিনেন তাহলে আপনাকে অবশ্যই এগুলো সুবিধা এবং অসুবিধা ফেস করতে হবে। যদি তা ফেস করতে পারেন তাহলে এয়ার কুলার কিনতে পারেন। তবে এয়ার কুলার কিনলে অবশ্যই ভালো মানের কেনার চেষ্টা করবেন।  

আমাদের শেষ কথা

তো আশা করছি বন্ধুরা আজকের পোস্টটি পড়ার পরে আপনারা এয়ার কুলারের দাম ২০২৪ এবং সিঙ্গার এয়ার কুলার প্রাইস ইন বাংলাদেশ এয়ার কুলার এর সুবিধা অসুবিধা সহ সকল বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। তো আপনি যদি এয়ার কুলার কিনতে চান তাহলে এগুলো তথ্য আপনার কিছুটা হলেও উপকারে আসবে। 

তারপরেও এই বিষয়ে আপনাদের আরো কোন প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং এরকম আরো তথ্য পেতে আমাদের JONOPRIYO BLOG ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন